সংবাদদাতা,আসানসোলঃ- প্রকাশ্যে গুলি চালিয়ে সিআইএসএফ জওয়ানকে খুন। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডোমদোহা উপরডাঙ্গা এলাকায়। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় সিআইএসএফ জওয়ান সুনীল পাসওয়ানের (৪৫)। তিনি ঝাড়খণ্ডের মিহিজাম বাড়ুই পাড়ার বাসিন্দা ছিলেন। ডোমদোহা এদিন তিনি নিজের কেনা জমি দেখতে গিয়েছিলেন। তবে কি কারণে এই খুন তা নিয়ে ধন্দ কাটেনি।
ঘটনা সূত্রে জানা যায় ডোমদোহা উপরডাঙ্গা এলাকায় দুষ্কৃতীরা সুনীল পাসওয়ানকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে চম্পট দেয়। তাঁর মাথায় গুলি লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সুনীলকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে ঘটনাস্থল থেকে বেশ কিছু মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয় বলেই দাবি পুলিশের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সুনীল পাসওয়ানের জমিতে দুষ্কৃতীরা হয়তো মদের ঠেক বসিয়েছিল। তারই প্রতিবাদ করায় সুনীল পাসওয়ানকে গুলি করে দুষ্কৃতীরা। অথবা এটি একটি পরিকল্পিত হামলাও হতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোটরবাইক এবং অন্যান্য সূত্র ধরে তদন্ত চলছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে এই ঘটনা পুনরায় সালানপুর ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ডোমদোহা উপর ডাঙ্গা এলাকাটি দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। অতীতে এই এলাকায় একাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে ডাকাতি, মাদক পাচার এবং সশস্ত্র হামলা। স্থানীয়দের দাবি, পুলিশের টহলদারি এবং নজরদারির অভাবে এই এলাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।