eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে শ্যুটআউট, মৃত পুরসভার কর্মী

আসানসোলে শ্যুটআউট, মৃত পুরসভার কর্মী

নিজস্ব সংবাদদাতা,আসানসোলঃ– ফের আসানসোলে শ্যুটআউটের ঘটনা। পুরসভার এক অস্থায়ী কর্মীকে প্রকাশ্যে গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। মৃত ব্যক্তির নাম জাভেদ বারিক (৫৫)। ঘটনা আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের রহমান পাড়ার।

অন্যদিকে এই শ্যুটআউটের ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে , দুই দুষ্কৃতী মোটরবাইকে রাস্তার ধারে জাভেদের জন্য অপেক্ষা করছিল। জাভেদকে দেখামাত্রই তারা পিছু নেয়। খুব কাছ থেকে জাভেদকে লক্ষ্য করে তার মাথায় গুলি করে দ্রুত বাইক চালিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান জাভেদ। স্থানীয়েরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জাভেদের স্ত্রী শবনম খানান দাবি করেন, নিয়ামাতপুরের বাসিন্দা তারাণা এবং তার স্বামী আসিফ খান, শিলিগুড়িতে তার শ্বশুরের কিছু জমি সই জাল করে নিজের নামে রেজিষ্ট্রী করে নেয়। জাভেদ তার প্রতিবাদ করায় তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, জমি বিবাদের কারণেই এই খুন। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments