eaibanglai
Homeএই বাংলায়এনুমারেশন ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

এনুমারেশন ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এনুমেরেশন ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনা আসানসোলের জামুড়িয়া বিধানসভার তপসী পঞ্চায়েতের ২৪৮ নম্বর বুথের। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।

অভিযোগ জামুড়িয়া বিধানসভার তপসী পঞ্চায়েতের ২৪৮ নম্বর বুথ এলাকায় এসআইআর-এর এনুমেরেশন ফর্ম পূরণের নামে স্থানীয়দের কাছ থেকে টাকা নিচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ রাম। এর পাশাপাশি স্থানীয়রা দাবি করেছে ঘটনার কথা জানাজানি হতেই এলাকা ছেড়ে স্ত্রীকে নিয়ে পালিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা।

বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সত্যনারায়ণ রামকে তিন বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন বিজেপি সমর্থক। তৃণমূলকে বদনাম করার জন্য তিনি এমন কাজ করছেন। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কোনভাবেই বিজেপি সমর্থক নন। তিনি ও তার স্ত্রী দুজনেই তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সদস্য ছিলেন। তৃণমূলই বলুক, এখন তাদেরকে তারা কোথায় লুকিয়ে রেখেছে।

বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে. প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments