সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এবার বকেয়া পুর কর আদায়ে বিশেষ সিদ্ধান্ত নিল আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ, ঘোষণা করা হল কর ছাড়ের। আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া পুরকর দেওয়া হলে, ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। বৃহস্পতিবার আসানসোল পুরনিগমে অনুষ্ঠিত পুর কাউন্সিলরদের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।
বৈঠক শেষে তিনি জানান, পুরবাসীরা যদি আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া কর ( বাড়ি, কারখানা বা বাণিজ্যিক কমপ্লেক্স) পরিশোধ করেন, তাহলে তারা ২০% ছাড় পাবেন। আসানসোল পুরনিগমের তরফে বিভিন্ন এলাকায় ক্যাম্প আয়োজন করা হবে। যেখানে তারা কর জমা দিতে পারবেন। এর পাশাপাশি পুরনিগম দপ্তরে গিয়েও কর জমা দেওয়া যাবে। তিনি আরো বলেন, “এই সিদ্ধান্ত নেওয়ার কারণে হয়তো আসানসোল পুরনিগম আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই সিদ্ধান্তে পুরবাসীরা উপকৃত হবেন।”
এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন, পুর কমিশনার একম জে. সিং, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য মেয়র পারিষদরা , বোরো চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।



















