eaibanglai
Homeএই বাংলায়ভেনেজুয়েলার রাষ্ট্রপতির মত মন্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নিদান দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

ভেনেজুয়েলার রাষ্ট্রপতির মত মন্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নিদান দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সংবাদদাতা, আসানসোলঃ- দলীয় কর্মসূচিতে অংশ নিতে আসানসোলে এসে পশ্চিম বর্ধমান জেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নানান ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার আক্রমণের হাত থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জ্জী এবং আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকও রেহাই পাননি।

একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ‘দুধেল গাই’রা হাসপাতাল যাওয়ার রাস্তা দখল করে রাখার জন্য মানুষের হাঁটতে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি হাসপাতালে পৌঁছনোর আগেই অনেক ক্ষেত্রে রুগী মারা যাচ্ছে। অথচ অবৈধ দখলদারি সরানোর দিকে প্রশাসনের কোনো নজর নাই। তার দাবি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে সরকার গঠন করবে এবং যেসব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এইরাজ্যের মানুষ পাননি তখন তার সুবিধা তারা পাবেন।

মন্ত্রী মলয় ঘটক এবং তার ভাই আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককে আক্রমণ করে মন্ত্রী বলেন, ওদের স্নেহধন্য দুই মুসলমান ব্যবসায়ী অবৈধভাবে আসানসোল বাজারে জমি দখল করে রেখে ‘ল্যাণ্ড জিহাদ’ চালাচ্ছে। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে এখানেও একদিন তাই হবে। তাই এখানে বিজেপিকে ক্ষমতায় আনা খুবই দরকার। তিনি বলেন, কয়লা কেলেঙ্কারিতে সিবিআই একাধিকবার মন্ত্রীকে তলব করলেও তিনি যাননি। সিবিআইয়ের উচিত ভেনেজুয়েলার রাষ্ট্রপতির মত তাকেও তুলে নিয়ে যাওয়া। তার এই মন্তব্যে গুঞ্জন শুরু হয়।

বিজেপির দাবীমত এইরাজ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশীদের না পাওয়া বিষয়ে প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূলকে উত্তর দেওয়ার কোন দায় নির্বাচন কমিশনের নেই। তারা আইন মেনে কাজ করবে। অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, অভিষেক সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন। তাই তিনি ভেবেছিলেন বাড়ির ভৃত্যের মত তার সমস্ত কথা শুনে নির্বাচন কমিশন কাজ করবে। গঙ্গাসাগর মেলার অব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, যে মুখ্যমন্ত্রী হিন্দুধর্মকে খারাপ ধর্ম বলেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে তার অব্যবস্থা তো হবেই। পরে তিনি বলেন, আগামী নির্বাচনে রাজ্যে ক্ষমতায় এসে বিজেপি এখানে আগত পূণ্যার্থীদের জন্য সমস্ত রকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে। শেষে তিনি

মমতার স্বৈরাচারী শাসন থেকে বাংলাকে মুক্ত করে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments