সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বন্ধ ঘর থেকে আসানসোল শহরের অন্যতম নামী উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দেহ উদ্ধার। মৃত শিক্ষিকার নাম কল্পনা বিশ্বাস (৮২)। তিনি ২০০২ সালে প্রধান শিক্ষিকা পদ থেকে অবসর গ্রহন করেন।
জানা গেছে ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকলেও,পুত্রবধূর সঙ্গে আসানসোল জেলা হাসপাতালের অদূরে রামসায়ের পুকুর সংলগ্ন বাইলেনের বাড়িতে থাকতেন কল্পনাদেবী। গত ৫ ডিসেম্বর এক আত্মীয়ের মৃত্যুর জন্য পুত্রবধূ কলকাতায় গেছিলেন। বাড়িতে একাই ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষিকা। সোমবার সকালে পুত্রবধূ তাকে ফোন করে সাড়া না পেয়ে পরিচারিকাকে ফোন করে খোঁজখবর নিতে বলেন। সেই মতো পরিচারিকা খোঁজ নিতে গিয়ে দেখেন বাড়ির মূল লোহার গেটে তালা লাগানো। শিক্ষিকাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাড়ির পিছন দিকে খোলা জানলা দিয়ে পরিচারিকা দেখতে পান কল্পনাদেবী ঘরের মধ্যে পড়ে রয়েছেন। বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশীরা ছুটে যান। খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। অবশেষে পুলিশ মূল ফটকের তালা ভেঙে ভিতরে ঢুকে দেখে বাড়ির মূল দরজা খোলা। নিজের ঘরের মাটিতে অচৈতণ্য অবস্থায় পড়ে রয়েছেন কল্পনাদেবী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে বেশকিছুদিন ধরে বয়সজনিত অসুস্থায় ভুগছিলেন ওই প্রবীণ শিক্ষিকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কোন শারীরিক অসুস্থার কারণে পড়ে গিয়ে বৃদ্ধার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


















