eaibanglai
Homeএই বাংলায়ঋণখেলাপি, আসানসোলে তৃণমূল কাউন্সিলরের বাড়ি সিল

ঋণখেলাপি, আসানসোলে তৃণমূল কাউন্সিলরের বাড়ি সিল

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ঋণ পরিশোধ না করায় আসানসোলের ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আক্তার আনসারীরর বাড়ি সিল করে দিল বেসরকারি গৃহঋণ প্রদানকারী সংস্থা। শুক্রবার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে কুলটি থানার রেলওয়ে স্টেশনপাড়ার পাতিয়ানা মহল্লা এলাকায় কাউন্সিলরের বসত বাড়িটি সিল করে দেয় বেসরকারি ওই সংস্থা। যদিও ওই সময় কাউন্সিলর ও তাঁর পরিবার বাড়িতে ছিলেন না। কাউন্সিলরের ভাই শামীম আক্তার আনসারী জানান গত মাস দেড়েক আগে তাঁর দাদা পরিবার নিয়ে এলাকা ছেড়েছেন। তারপর থেকে তাঁর আর খোঁজ নেই। বর্তমানে তিনি পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন।

ঋণ প্রদানকারী সংস্থার তরফে জানানো হয় সেলিম আক্তার আনসারী ও তাঁর ভাই শামীম আক্তার আনসারী ২০১৮সালে ১৯লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু তাঁরা ওই ঋণের সুদ প্রদান করেনি। গত কয়েক বছর ধরে তাদের নোটিশ পাঠানো হলেও কোনো কাজ হয়নি। বর্তমানে ওই ঋণের পরিমানণ দাঁড়িয়েছে ৩২ লক্ষ টাকা। অবশেষে তাঁরা আদালতের দ্বারস্থ হন এবং আদালত বাড়ি সিল করে অধিগ্রহণ করার অনুমতি দেয়।

যদিও আক্তার আনসারীর ভাই শামীম আক্তার আনসারী এদিন দাবি করেন তাঁর দাদা ঋণ নিয়েছিলেন, তিনি এবিষয়ে কিছু জানেন না।

প্রসঙ্গতঃ, শাসক দলের কাউন্সিলার সেলিম আখতার আনসারি রেশন ডিলার। তাঁর বিরুদ্ধে এর আগে এই রেশন ডিলারশিপ নিয়েও অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই খাদ্য দপ্তরের তরফে তাঁর সেই ডিলারশিপ সাসপেন্ড করা হয়। এবার তাঁর বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার অভিযোগ উঠল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments