eaibanglai
Homeএই বাংলায়বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে নরেন্দ্রনাথের উপরই ভরসা রাখল দল

বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে নরেন্দ্রনাথের উপরই ভরসা রাখল দল

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-আবারও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি পদের দায়িত্ব পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকেই দিল দল। এই নিয়ে তিনি দ্বিতীয়বার জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তাঁর উপরই ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয়বার জেলা সভাপতির দায়িত্ব পেয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,”দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় আমার উপর ভরসা রেখেছেন, তাতে আমি কৃতজ্ঞ ও তাঁদের ধন্যবাদ জানাই। দলের দায়িত্ব আমি সবসময় পালন করি ও আগামী দিনে তা করবো।”

প্রথমবার ২০২৩ সালে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর হাত ধরে এই জেলায় নির্বাচনে বড় সাফল্য পায় দল। তার মধ্যে রয়েছে ২০২৪ সালে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও কীর্তি আজাদ জয়ী হন। পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও নরেন্দ্রনাথ চক্রবর্তী হাত ধরে পশ্চিম বর্ধমান জেলায় ভালো ফল করে দল।

শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার দলের সভাপতি ও চেয়ারপার্সেনদের নামের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। তাতে পশ্চিম বর্ধমান জেলার নতুন চেয়ারপার্সেন হয়েছেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সরিয়ে জামুড়িয়ার বিধায়ককে সেই পদে বসানো হয়েছে। উজ্জ্বল চট্টোপাধ্যায়কে রাজ্যের অন্যতম সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments