eaibanglai
Homeএই বাংলায়অধ্যাপক-ছাত্র দ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল রানিগঞ্জের টিডিবি কলেজ

অধ্যাপক-ছাত্র দ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল রানিগঞ্জের টিডিবি কলেজ

সংবাদদাতা,আসানসোলঃ- অধ্যাপক-ছাত্র দ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল রানিগঞ্জের ত্রিবেণী দেবী ভলিটিয়া (টিডিবি) কলেজ। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে এবং টিআইসি অফিসের সামনে অবস্থানে বসে। চলে বচসা স্লোগান পাল্টা স্লোগান।

পড়ুয়াদের অভিযোগ ইতিহাস বিভাগে বেলা একটার সময় ইন্টারনাল পরীক্ষা থাকলেও দেড়টা গড়িয়ে গেলেও পরীক্ষার কোনো উদ্যোগ নেননি সংশ্লিষ্ট শিক্ষক। অভিযোগ পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে ওই শিক্ষক দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে নিজের দায় সারেন। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। এবিষয়ে তারা কলেজের টিআইসির কাছে অভিযোগ জানাতে গেলে একজন অধ্যাপক ছাত্রদের প্রতি দুর্ব্যবহার করেন। এমনকি মারমুখী হয়ে ওঠেন বলেও অভিযোগ। এরপরই দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

অন্যদিকে শিক্ষক তথা অধ্যাপকদের অভিযোগ, কলেজের পরিবেশ তাঁদের জন্য নিরাপদ নেই। ছাত্রদের তরফ থেকে মানসিক চাপে ফেলা এবং হুমকি দেওয়ার ঘটনা ক্রমাগত ঘটছে । প্রতিবাদ করলে ছাত্রদের তরফ থেকে শারীরিক হেনস্থার ঘটনাও ঘটেছে, যা তাঁদের মনোবল ভেঙে দিচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments