রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসাননসোলঃ- বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল মাঠে আয়োজিত প্রশাসনিক সভা থেকে ভার্চুঢ়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের ১৪টি জেলায় ৭,০৩৩ টি পাট্টার দলিল বিতরণ, একাধিক উন্নয়নমূলক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস সহ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করেন। একইসঙ্গে তিনি আসানসোলে নব নির্মিত জেলাশাসক ও জেলা সমাহর্তার কার্যালয় এবং আসানসোল কোর্ট মোড় সংলগ্ন এলাকায় মআসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সদর দপ্তরের শুভ উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা উপলক্ষ্যে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ৫২ জন উপভোক্তার হাতে পাট্টার দলিল তুলে দেন। এরফলে সাধারণ মানুষের জমির মালিকানা নিশ্চিত হলো। এদিকে রূপনারায়ণপুরের নান্দনিক প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার সরাসরি সম্প্রচারিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি ৫২ জনের হাতে পাট্টার দলিল তুলে দেন। এছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরও অনেকেই। নতুন প্রশাসনিক ভবনগুলির উদ্বোধনের ফলে আসানসোল- দুর্গাপুরে প্রশাসনিক কাজ আরও দ্রুত সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।





