জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: এলাকায় সবুজায়নের লক্ষ্যে ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সরকারি ও বেসরকারী উদ্যোগে রাজ্যজুড়ে বনমহোৎসবের হাত ধরে বিভিন্ন এলাকায় চলছে বৃক্ষরোপণ ও পরিচর্যার কাজ। পেছিয়ে নাই আউসগ্রামের আদুরিয়া বনদপ্তর।
ধানতোড় প্রাথমিক বিদ্যালয় ও জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি সদস্যদের সাথে যৌথভাবে আদুরিয়া বনদপ্তর পালন করল বনমহোৎসব। এর অংশ হিসাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ। সেগুলি রোপণ ও পরিচর্যার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি চারাগাছ রোপণ করা হয়। বনমহোৎসবের সময় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্য সহ আদুরিয়া বনদপ্তরের সমস্ত কর্মী ও আধিকারিক পিনাকী ভট্টাচার্য্য এবং স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বনদপ্তরের এই উদ্যোগে খুব খুশি। পিনাকী বাবু বললেন, বর্তমান পরিস্থিতিতে বৃক্ষরোপণ এবং সেগুলি পরিচর্যা ও রক্ষা করা একান্ত প্রয়োজন। আগামী প্রজন্মের হাতে দূষণ মুক্ত সবুজ বিশ্ব তুলে দিতে হলে প্রত্যেককে এগিয়ে আসতে হবে ও সচেতন হতে হবে।





