সংবাদদাতা, অন্ডালঃ-
নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরি পঞ্জির সমর্থনে বিজেপির পক্ষ থেকে আসানসোলে মিছিল করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়ো। লিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন বলে অভিযোগ জানিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বাবুল। শুক্রবার অন্ডাল রেলস্টেশন সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বাবুল। সেখানে সমস্ত ক্ষোভ উগরে দিয়ে বাবুল বলেন যে, “এনআরসি র বিরুদ্ধে স্বয়ং তৃণমূল নেত্রী মিছিল করছেন। অথচ আমরা মিছিল করতে চাইলে রাজ্য প্রশাসন অনুমতি দিচ্ছে না। প্রশাসন পক্ষপাতিত্ব করছে।” তিনি আরো বলেন যে, রাজ্য সরকার বিজেপিকে ভয় পাচ্ছে তাই মিটিং মিছিলের অনুমতি না দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে।” তবে এ ভাবে বিজেপিকে আটকে রাখা যাবে না বলে জানান তিনি।










