সংবাদদাতা,বাঁকুড়াঃ– মঙ্গলবার নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশী লাঠিচার্জ ও অত্যাচারের প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে আজ বুধবার সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সকাল সকাল তার প্রভাব পড়ল বাঁকুড়ার ছাতনায়। ছাতনার অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র ঝান্টিপাহাড়ি বাসস্ট্য়ান্ড মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে ও বাংলা বনধ সফল করার জন্য দোকানপাঠ বন্ধ রাখার আবেদন জানায়। এর পাশাপাশি বনধের সমর্থনে এদিন সকালে বাঁকুড়া শহরে বিজেপির বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং প্রাক্তন সাংসদ সুভাষ সরকারের নেতৃত্বে বাঁকুড়া শহর জুড়ে বাইক মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা এবং রাস্তায় রাস্তায় দোকানপাট বন্ধ করার আবেদন জানায়।
বাঁকুড়ার চকবাজার সহ বিভিন্ন বাজার খোলা রয়েছে অন্যান্য দিনের মতোই। তবে অন্যান্য় দোকান পাট বন্ধই রয়েছে। জঙ্গল মহলের রানীবাঁধ এলাকাতেও অধিকাংশ দোকান বন্ধ থাকলেও রাস্তার পাশে সব্জীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে বনধের সমর্থণে রানীবাঁধে যখন মিছিল করছেন বিজেপি কর্মী-সমর্থকরা, ঠিক তখনই বনধ ব্যর্থ করতে দলীয় পতাকা হাতে পথে নেমেছেন তৃণমূল কর্মী সমর্থকেরাও। এই অবস্থায় যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করেছে প্রশাসন।
অন্যদিকে আজ সকাল থেকে গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর মোড় সংলগ্ন এলাকায় বনধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। এলাকায় একটিও দোকান পাঠ খোলো দেখা যায়নি। এদিন দুর্লভপুর মোড়ে বনধের সমর্থনে মিছিল ও রাস্তা অবরোধ করার জন্য একাধিক বিজেপির নেতা ও কর্মীকে আটক করে নিয়ে যায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। সেই সময় পুলিশের সাথে ব্যাপক বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। পরে বিজেপি নেতা সুজিত অগস্থিকেও পুলিশ জোর করে তুলে নিয়ে যায়।