eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার ২

বাঁকুড়ায় সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার ২

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত ভট্ট পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৫ নং বুথে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের ঘটনায় গ্রেফতার দুই। ৮ ই জুলাই এই ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোট চলছে খবর পেয়ে পৌঁছায় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। খবর করতে গেলে ওই বুথের মধ্যে থাকা একদল দুষ্কৃতী চড়াও হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর। বেধড়ক মারধর করা হয় ওই সংবাদ কর্মীদের। এমনকি তাদের মধ্যে চারজনের মোবাইল, আইকার্ড, বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। ভাঙচুর করা হয় তাদের গাড়িও। এরপর সেখান থেকে কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন জেলার ওই চার সাংবাদিক। পরে জখম ওই সংবাদ কর্মীদের বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

অন্যদিকে সংবাদ মাধ্যমের ওপর ওই আক্রমণের ঘটনায় তৎপরতা দেখায় বেলিয়াতোড় থানার পুলিশ। তদন্তে নেমে ভিডিও ফুটেজ দেখে রবিবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম কমলাকান্ত আইচ(৪৯) এবং পতিতপাবন ভট্টাচার্য (৫০)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments