সংবাদদাতা,বাঁকুড়াঃ- মোটর বাইক ও স্কুটির সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত আরও দুই ব্যক্তি। দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার যমুনা বাঁধ কুষ্ঠ কলোনি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর। মৃত যুবকের নাম রাজকুমার চ্যাটার্জী বয়স ২৫ বছর। বাড়ি ওন্দা থানার খামার বেড়া গ্রামে। গুরুতর আহত দুই ব্যক্তি হলেন রজনীকান্ত ঘোষ, বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকায় এবং বিশ্বজিৎ পাল, বাড়ি ওন্দা থানা এলাকার খামার বেড়া গ্রামে । রবিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একটি স্কুটি নিয়ে বিষ্ণুপুরের দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন ভাতারের রজনীকান্ত ঘোষ। অন্যদিকে অপর দিক থেকে অর্থাৎ ওন্দার দিক থেকে বিষ্ণুপুরের দিকে একটি বাইক নিয়ে আসছিল দুই যুবক। বিষ্ণুপুর থানা এলাকার যমুনাবাদ গোষ্ঠ কলোনি সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর বাইক ও স্কুটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক যুবক রাজকুমার চ্যাটার্জীর। দুর্ঘটনায় গুরুতর জখম হন অপর বাইক আরোহী ও স্কুটি চালক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। আহত দুজনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারায় ও দুর্ঘটনা ঘটে।