eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় প্যারাশ্যুট সহ বায়ুসেনাকর্মীর দেহ উদ্ধার

বাঁকুড়ায় প্যারাশ্যুট সহ বায়ুসেনাকর্মীর দেহ উদ্ধার

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার বড়জোড়া থেকে প্যারাশ্যুট সহ এক বায়ুসেনা কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। অন্ধ্র প্রদেশের বাসিন্দা মৃত বায়ুসেনা কর্মীর নাম চন্দ্রকা গোবিন্দ, বয়স ৩১ বছর। জানা গেছে পানাগড়ের অর্জুন সিং এয়ার ফোর্স স্টেশনে আইএনএস কর্ন বিভাগে কর্মরত ছিলেন ওই সেনা কর্মী।

ঘটনা প্রসঙ্গে জানা যায় বুধবার সকালে বড়জোড়া শিল্পতালুকে একটি বেসরকারি কারখানার পিছনে প্যারাশ্যুট সহ সেনার পোশাক পড়া অবস্থায় ওই সেনাকর্মীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তারা বড়জোড়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই সেনাকর্মীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যাচ্ছিল না। পরে কাঁকসা পুলিশের সাহায্য়ে পানাগড়ের বায়ুসেনা ঘাঁটিতে যোগাযোগ করে ওই সেনা কর্মীর পরিচয় জানতে পারে পুলিশ।

পানাগড় বায়ু সেনার তরফে জানা গিয়েছে, পানাগড়ের অর্জুন সিং এয়ার ফোর্স স্টেশনে আইএনএস কর্ন বিভাগে কর্মরত ছিলেন ওই সেনা কর্মী। বুধবার ভোরে প্রশিক্ষণের সময় আচমকাই ওই সেনা কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। বেলায় কাঁকসা থানার পুলিশের কাছে খবর পেয়ে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান বায়ুসেনার কর্মীরা।

অন্যদিকে বায়ুসেনাকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। প্যারাশ্যুটের যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা বশত ওই সেনাকর্মীর মৃত্যু হয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বড়জোড়া থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments