eaibanglai
Homeএই বাংলায়কোটিরও বেশী টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার

কোটিরও বেশী টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার

সংবাদদাতা,বাঁকুড়া:- এবার ব্যাঙ্কের কোটি টাকারও বেশি তহবিল তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যাঙ্ক ম্যানেজার। ঘটনা বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সারেঙ্গা শাখার। জানা গেছে ওই তছরুপের বিষয়টি ২০১৯ সালে সামনে আসে ও অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হয়। তার পর থেকে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার সৌমেন চাপড়ি পলাতক ছিলেন। গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে মেদিনীপুরে তার বাড়ি থেকে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করে বাঁকুড়ার সারেঙ্গা থানার পুলিশ।

জানা গেছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের সারেঙ্গা শাখার আগয়া সমবায় সমিতির ঋণদান সংক্রান্ত একাধিক বেনিয়ম ২০১৯ সালে প্রথম নজরে আসে ব্যাঙ্ক কর্তৃপক্ষের। বেনিয়মের বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তদন্তে ব্যাঙ্কের তৎকালীন ফিল্ড সুপারভাইজার স্বপন বাউরী ও প্রাক্তন সুপারভাইজার বৈদ্যনাথ বায়েনের যোগসাজসে নামে ও বেনামে ওই সমিতির বিভিন্ন ভুয়ো সদস্যের নামে মোটা অঙ্কের ঋণ তুলে নেওয়ার ঘটনা সামনে আসে। এরপরই ব্যাঙ্ক কর্তৃপক্ষ সরাসরি ব্যাঙ্কের ১ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার টাকার তহবিল তছরুপের দায়ে তৎকালীন সুপারভাইজার, প্রাক্তন সুপারভাইজার , সমিতির সেক্রেটারি ও তৎকালীন ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে সারেঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে । পরে ওই সমিতির অভিযুক্ত সেক্রেটারি তরুন পাত্র গ্রেফতার হন। তার বেশ কিছুদিন পরে গ্রেফতার হন অভিযুক্ত তৎকালীন ও প্রাক্তন সুপারভাইজার। কিন্তু অধরা ছিলেন তৎকালীন ম্যানেজার সৌমেন চাপড়ি।

অন্যদিকে তহবিল তছরুপের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ধৃত প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার সৌমেন চাপড়ি। তার দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments