eaibanglai
Homeএই বাংলায়কম্বলকাণ্ডে নোটিশ দিয়েও চৈতালি তিওয়ারিকে জেরা করতে পারল না পুলিশ

কম্বলকাণ্ডে নোটিশ দিয়েও চৈতালি তিওয়ারিকে জেরা করতে পারল না পুলিশ

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– কম্বলকাণ্ডে জেরা করার জন্য পৌর নিগমে বিরোধী দলনেত্রী তথা ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে আগাম নোটিশ দিয়েও জেরা করতে পারল না আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের তদন্তকারী পুলিশ অধিকারিকেরা। মঙ্গলবার তাঁর ফ্ল্যাটেই তাঁকে জেরা করা হবে এই মর্মে আগাম নোটিশ দিয়েও শেষ পর্যন্ত ফিরে যেতে হল তদন্তকারী পুলিশ আধিকারিদের।

প্রসঙ্গত গতকাল আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গালে কম্বল বিতরণকাণ্ডে তিন জনের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা চৈতালি তিওয়ারিকে জেরা করার জন্য আগাম নোটিশ দিয়েছিল পুলিশ। তবে নোটিশ দিতে গিয়ে বাড়িতে কেউ না থাকায় বন্ধ ফ্ল্যাটের দরজায় নোটিশ সাঁটিয়ে দিয়ে এসেছিলেন পুলিশ কর্মীরা। নোটিশে মঙ্গলবার সকাল দশটায় ওই ফ্ল্যাটেই জেরা করার কথা জানানো হয়েছিল। সেই মতো এদিন সকাল ১০টা নাগাদ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল ২) শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল চৈতালি ও জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে যান। কিন্তু ফ্ল্যাট তালাবন্ধ থাকায় প্রায় ঘণ্টা খানেক অপেক্ষা করে ফিরে যায় পুলিশের ওই দলটি।

যদিও গত রবিবার সকালে ওই ফ্ল্যাটে বসেই একটি সাংবাদিক বৈঠক করেন চৈতালি তিওয়ারির স্বামী বিজেপি নেতা তথা শহরের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ওই বৈঠকে কম্বলকাণ্ডে শাসক দল তৃণমূল কংগ্রেস ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তারপর দুপুরে তিনি স্ত্রীকে নিয়ে কলকাতা রওনা দেন। তবে এদিন পুলিশের তদন্তকারী দলটি ফিরে যাওয়ার পরই এগারোটা নাগাদ তিনি টুইটে লেখেন, “ছেড়ে যাবো না এই বাংল কে, জন্ম হয়েছে এই বাংলার মাটিতে মৃত্যু বরণ করবো বাংলা মায়ের কোলে। আসানসোলের তৃণমূল @AITCofficial নেতারা যা পারবে করো।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments