eaibanglai
Homeএই বাংলায়বিষ্ণুপুরে লালবাঁধ সংস্কারের উদ্যোগ নিল বিষ্ণুপুর প্রশাসন

বিষ্ণুপুরে লালবাঁধ সংস্কারের উদ্যোগ নিল বিষ্ণুপুর প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ সপ্তদশ শতকে মল্লভূম রাজা বীরসিংহ (দ্বিতীয়) বিষ্ণুপুর শহরকে ঘিড়ে বিপুল পরিমান জলরাশিকে সাতটি বিশাল আকৃতির বাঁধে পরিণত করেছিলেন । বিষ্ণুপুর গড়কে যথার্থই জলদুর্গে পরিণত করা ঐতিহাসিক বাঁধগুলি সংস্কার হিন ভাবেই কাটিয়ে দিয়েছে প্রায় তিনশো ষাট বছর । ফলে ধীরে ধীরে সংস্কারের অভাবে ক্ষতির মুখে পড়ছিল বাঁধগুলো । এবার বিষ্ণুপুর মহকুমা প্রশাসন এগিয়ে এল লালবাঁধের পূর্ব প্রান্তে উঁচু বাঁধকে কেটে জল বের করে দেওয়ার কাজ শুরু হয় । মহাকুমা মানস মণ্ডল জানান , লালবাঁধের জল সবটা বের করা হবে না । মাত্র ১০ ফুট পরিমাণ জমি বের করে মাটি কাটা হবে । এছাড়াও তিনি বলেন লালবাঁধে নৌকা বিহারের জন্য স্নানার্থীদের জন্য ঘাট তৈরী করা হবে৷ লালবাঁধ এলাকার সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে । এছাড়াও ভবিষ্যতে শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর মূর্তি বসানো হবে বলেও জানান তিনি । ঐতিহ্যবাহী বিষ্ণুপুরে একের পর এক নতুন মুকুট জুড়ছে । এমনিতেই দেশ বিদেশের পর্যটকদের কাছে ভ্রমনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে জায়গা করে নিয়েছে । আর এই সংস্কারের ফলে আগামী দিলে পর্যটকের সমাগম আরও বাড়বে বলেই মনে করছেন বিষ্ণুপুর প্রশাসন কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments