eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার জয়পুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪

বাঁকুড়ার জয়পুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বিজেপি কর্মী খুনের ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা বাঁকুড়া জেলার জয়পুরের হেতিয়া গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গ্রামের। জানা গেছে, গত ২৩শে মে লোকসভা ভোটের গণনার দিন বিরামপুর গ্রামে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ ঘটে। যেখানে তন্ময় মণ্ডল নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হলে বাড়িতে আসার পর ফের ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। বিজেপি কর্মী মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা তন্ময় মণ্ডল খুনের ঘটনায় তৃণমূলের দুষ্কৃতিদের দিকে আঙুল তোলে। খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার জয়পুরে পথ অবরোধ ও থানা ঘেরাও কর্মসূচী পালন করে বিজেপি কর্মী সমর্থকেরা। চাপে পরে পুলিশ ঘটনার তদন্তে গতি আনলে শনিবার খুনের অভিযোগে চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের একজনকে পাত্রসায়ের থেকে, দুজনকে কোতুলপুর থেকে এবং এক জনকে জয়পুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের শনিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কখনও শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল আবার কখনও বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, কিন্তু গত ২৩ মে বিজেপি কর্মী খুনের ঘটনার পর থেকে শাসকদলের বিরুদ্ধে খুনের অভিযোগে ক্রমে চাপ তৈরী করছিল বিজেপি। সেইমতো পুলিশ খুনের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় তৃণমূল তথা শাসকদলের তরফে এখনও কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments