নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিবাদ, আর নিজেদের মধ্যে সেই বিবাদে পড়ে জখম হলেন ৬ জন। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার হিঞ্চাখালী গ্রামের। জানা গেছে, জহর আলি মোল্লার পরিবারের সাথে সুলতান মোল্লার পরিবারের জমি নিয়ে বিবাদ বহু দিনের। শনিবার ফের সেই জমি সংক্রান্ত বিবাদ চরমে ওঠে। অভিযোগ সুলতান মোল্লার পরিবার বাঁশ, লোহার রড় নিয়ে জহর আলীর পরিবারের উপর চড়াও হয়। এলোপাতারি বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বেধড়ক মারধরের জেরে গুরুতর আহত হন জহর আলির পরিবারের ছয় জন। তাদের প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে পরে জিবনতলা মোড়ের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জীবনতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার। অন্যদিকে বাঁকুড়ার ইন্দাস থানার চারি গ্রামে অন্তরা মাঝি নামে এক গৃহবধূর রহস্য মৃত্যুর জেরে চাঞ্চল্য। যদিও পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে তার স্বামী কৃষ্ণ চন্দ্র মাঝি মেয়েকে মারধর করত এবং মানসিকভাবে অত্যাচার চালাত। যদিও মেয়ের পরিবারের এহেন অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত স্বামী কৃষ্ণ চন্দ্র মাঝির বাবা ভৈরব মাঝি। তার দাবি, অন্তরার হার্টের সমস্যা ছিল এবং সেটা মেয়ের বাড়ির লোকেরাও জানত। সেইমতো তার চিকিৎসাও চলছিল। শনিবার বাড়ির কাছেই একটি পুকুরে থালা বাসন ধুতে গিয়ে পুকুরের পারে অসুস্থ হয়ে পড়ে গেলে দ্রুত তাকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও কী কারণে মৃত্যু হল অন্তরার সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ইন্দাস থানার পুলিশ।