eaibanglai
Homeএই বাংলায়বিজেপি প্রার্থীর জাতিগত শংসাপত্র আটকে রাখার অভিযোগ, অবস্থান বিক্ষোভে বিধায়ক

বিজেপি প্রার্থীর জাতিগত শংসাপত্র আটকে রাখার অভিযোগ, অবস্থান বিক্ষোভে বিধায়ক

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিজেপি প্রার্থীর জাতিগত শংসাপত্র ষড়যন্ত্র করে আটকে রেখেছে শাসক দল। এই অভিযোগে বাঁকুড়ার তেঘরী গ্রাম পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভে বসেছেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। অভিযোগ ইচ্ছে করে আটকে রাখা হয়েছে বিজেপি প্রার্থীর জাতিগত শংসাপত্র।

বিজেপি বিধায়কের অভিযোগ তেঘরি গ্রাম পঞ্চায়েতের ১৮৬ নম্বর বুথের মহিলা প্রার্থী মিলন মাল কাস্ট সার্টিফিকেট এর জন্য যাবতীয় নথিপত্র বিডিও অফিসে জমা দেন। সেই মোতাবেক সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতে চলে এলেও পঞ্চায়েতের আধিকারিকরা জানান যে তারা সার্টিফিকেটটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের ছাতনা কিষাণ খেতমজুর সেলের সম্পাদক শংকর চক্রবর্তী দাবি করেন বিজেপি বিধায়ক নাটক করছেন। তিনি বলেন নির্বাচনের সময় জাতিগত শংসাপত্র একদিনের মধ্যেই চলে আসে। এটা নিয়ে নাটক করার কিছু নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments