eaibanglai
Homeএই বাংলায়তৃণমূলের পঞ্চায়েতে বিজেপির প্রধান

তৃণমূলের পঞ্চায়েতে বিজেপির প্রধান

সংবাদদাতা,বাঁকুড়াঃ– সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে রাজ্যের বেশীরভাগ ব্লকেই একক সংখ্যা গরীষ্ঠতা লাভ করেছে শাসক তৃণমূল, কোনোক্রমে কিছু পঞ্চায়েত ধরে রাখতে সক্ষম হয়েছে বিরোধী বিজেপি শিবির।

সেই জায়গায় দাঁড়িয়ে সম্পুর্ন উলট পূরানের সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার একগ্রাম পঞ্চায়েত। বাঁকুড়া ১ নং ব্লকের অন্তর্গত আন্দারথোল গ্রাম পঞ্চায়েত। যেখানে পঞ্চায়েতে মোট আসন সংখ্য ২০, যার মধ্যে তৃণমূল জয়লাভ করেছে ১০টিতে, বিজেপি ৬টিতে, সিপিআইএম ২ এবং নির্দল ২ টিতে। পরে একজন জয়ী নির্দল প্রার্থী যোগদান করে তৃণমূল শিবিরে। ফলে তৃণমূলের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১১। এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও, প্রধান নির্বাচিত হলো বিজেপির। শুনে অবাক হচ্ছেন তো? এমনটাই হলো এই আন্দারথোল গ্রাম পঞ্চায়েতে। এর কারণ এইবারের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পদটি তপশিলী উপজাতির জন্য সংরক্ষিত। এদিকে তৃণমূলের তরফ থেকে কোনো তপশিলী উপজাতির প্রার্থী জয়ী হয়নি। ফলে বিজেপি তরফে তপশিলী উপজাতির প্রার্থী জয়ী হওয়ায়, এই পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন বিজেপির। উপপ্রধানের দায়িত্ব অবশ্য পেয়েছেন তৃণমূলেরই জয়ী প্রার্থী।

এ যেন এক বিরল ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার ১নম্বর ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত নিজেদের দখলে না থাকলে কি হবে, দলের প্রার্থী পঞ্চায়েত প্রধান নির্বাচিত হওয়ায় বেজায় খুশি বিজেপি শিবির।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments