eaibanglai
Homeএই বাংলায়পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার গ্রাম

পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার গ্রাম

সংবাদদাতা, বাঁকুড়া:– পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গঙ্গাজলঘাটির ভক্তাবাঁধ গ্রাম। পরিস্থিতি সামাল দিতে নামাতে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।

জানা গেছে নির্বাচনের ফলাফলের নিরিখে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ভক্তাবাঁধ গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে ৭ টি আসনে জয় পায় বিজেপি। একই সংখ্যক আসন জেতে তৃণমূলও। ফলে ওই পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে পড়ে। শুক্রবার বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই দুপক্ষের কর্মী সমর্থকরা পঞ্চায়েতের সামনে জমায়েত করে। অভিযোগ বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত মুখো হতেই তৃণমূলের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেয়। পরে তৃণমূলের জয়ী সাত পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতে ঢুকে একতরফা ভাবে পঞ্চায়েতে বোর্ড গঠন করে বলে অভিযোগ।

এদিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজেপির সাত পঞ্চায়েত সদস্য সহ দশ জন আহত হয়েছেন বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। আহতদের উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপির দাবী জোর করে পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে পুলিশের সামনেই আক্রমণ চালিয়েছে তৃণমূল। অন্যদিকে তৃণমূল হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃণমূলের পাল্টা দাবী কোনো মারধরের ঘটনা ঘটেনি। বিজেপিকে বাধাও দেওয়া হয়নি। বিজেপির নির্বাচিত সদস্যদের একাংশ তৃণমূলকে ভোট দিতে পারে এই আশঙ্কাতেই বিজেপি এদিন পঞ্চায়েত মুখো হয়নি।

অন্যদিকে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রামে ব্য়াপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পঞ্চায়েত এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। পুলিশ ও র‍্যাফ পরে গিয়ে এলাকা থেকে দুপক্ষের জমায়েত হঠিয়ে দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments