সংবাদদাতা,বাঁকুড়া:– প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে নিয়ে ব্যাপক অশান্তি বাঁকুড়ায় । প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকাভুক্ত সঠকি উপভোক্তাকে পরিষেবা দেওয়ার জন্য আশা কর্মী ও সিভিক পুলিশ দিয়ে সার্ভে করানো হচ্ছে গ্রামে গ্রামে। এদিন তারই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল বাঁকুড়ার এক নম্বর ব্লকের বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি বিডিওর কাছে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের।
অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেতে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের। এছাড়াও এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ও রাস্তাঘাটের বেহাল দশা। বারে বারে প্রশাসনকে জানিও লাভ হয়নি। তারই প্রতিবাদে ও আশা কর্মী ও সিভিক পুলিশের পরিবর্তে জেলার সরকারি আধিকারকিদের দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করানোর দাবিতে এদিন বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাঁকুড়ার এক নম্বর ব্লকের বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধের পর বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে বিডিওর কাছে ডেপুটেশন দিতে যান। কিন্তু সেখানে পুলিশ তাদের বাধা দিলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে কেয়ক জন প্রতিনিধি বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। তবে অবিলম্বে তাদের দাবি মানা না হবে আগামীদিনে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকার বিজেপি কর্মীরা।