eaibanglai
Homeএই বাংলায়কালী পুজোর বিসর্জনে বিজেপি কর্মীকে মারধর, উত্তেজনা বাঁকুড়ার গ্রামে

কালী পুজোর বিসর্জনে বিজেপি কর্মীকে মারধর, উত্তেজনা বাঁকুড়ার গ্রামে

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার কালী পুজোর বিসর্জনের সময় এক বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনা বাঁকুড়া জেলার পাত্রসায়েরের হাট কৃষ্ণনগর গ্রামের।

বিজেপির দাবি, হাট কৃষ্ণনগর গ্রামে কালী ঠাকুর বিসর্জনের জন্য ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় অতর্কিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জগন্নাথ দাস নামে এক বিজেপি কর্মীর উপর হামলা করে এবং মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেয়। এরপরই উত্তেজিত বিজেপি কর্মীরা স্থানীয় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে ক্রমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে ওই ঘটনার পর থেকেই শাসক-বিরোধী দুই দলের মধ্যে শুরু হয়েছে দোষারোপের পালা। এ বিষয়ে পাত্রসায়ের মণ্ডল দুই এর বিজেপির সভাপতি অনুপ ঘোষ বলেন , সামনেই পঞ্চায়েত নির্বাচন আসছে, ওরা চাইছে বিজেপিকে দমিয়ে রাখতে কিন্তু ওদের সংগঠন নেই, তাই মানুষের উপর টর্চার শুরু করেছে । যদিও তৃণমূলের বিরুদ্ধে বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ, যারা দোষী তারা শাস্তি পাবে ।

প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই রাজনৈতিক সংঘর্ষ ঘিরে এই গ্রামে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছিল। কয়েক সপ্তাহের ব্যবধানে ফের রাজনৈতিক কারণে উত্তপ্ত হল এলাকা। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে পাত্রসায়ের এলাকার রাজনৈতিক উত্তাপ ততই বৃদ্ধি পাচ্ছে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments