সঞ্জীব মল্লিক, বাঁকুড়াঃ দীর্ঘ দিন ধরেই সাধারন মানুষের দাবি ছিল এখানে একটি আধুনিক মানের সেতু নির্মাণ হোক। কেননা বহু বছর আগে তৈরী হওয়া সেতুটি বর্তমানে দুর্বল হয়ে পরেছে। পুরুলিয়া রাজ্য সড়কের ওপর বাঁকুড়ার ছাতনা থানার দারোকেশ্বর নদীর শকুনিবাসার কাছে দীর্ঘ দিনের পুরনো সেতুটি দুর্বল হয়ে পড়ার কারণেই মানুষের সেই চাহিদাকে সামনে রেখে রাজ্য সরকার ছাব্বিশ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করল। রবিবার ভিত পুজোর মাধ্যমে সেতু তৈরীর কাজ শুরু হয়ে গেল। কুড়ি মিটার লম্বা ও এগারো মিটার চওড়া হবে এই সেতুটি। আজ বাঁকুড়া জেলা পরিষদের সহ-সভাপতি শুভাশিস বটব্যাল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে কোন বেসরকারি সংস্থা নয় একেবারে সরকারি সংস্থা ম্যাকিন্টোশ বারান কম্পানিকে সেতু তৈরীর বরাত দেওয়া হয়েছে। সংস্থাটি আজ থেকেই তাদের কাজ শুভ আরম্ভ করে দিলেন। দীর্ঘ দিনের দাবি পুরন হওয়াতে খুশির হাওয়া এলাকার মানুষের মধ্যে।