শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়াঃ- নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলছে বৃষ্টি, কোথাও নাগাড়ে আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত একটি নিম্নচাপের জেরেই চলছে এই বৃষ্টি। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলেও জানা গেছে।
এদিকে এক দিনের ভারী বৃষ্টিতেই জলের তলায় তলিয়ে গেল বাঁকুড়ার শিলাবতী নদীর উপর সিমলাপালের পাথরডাঙ্গা-ভেলাইডিহা কজওয়ের। যার জেরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে চরম সমস্যায় পড়েছেন সিমলাপাল ও তালডাংরা ব্লকের বড় অংশের মানুষ। রবিবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, কজওয়ের উপর দিয়ে বইছে জল। কোনোরকম দুর্ঘটনা এড়াতে জলমগ্ন ওই কজওয়ের উপর দিয়ে যাতায়াতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। সিমলাপাল থানার পক্ষ থেকে নজরাদিরর জন্য সিভিক ভল্যান্টিয়ার মোতায়েন করা হয়েছে। অন্যদিকে দ্বারকেশ্বর নদীর মীনাপুর, ভাদুল ঘাটের সেতুও জলের তলায়। সমস্যায় ওই এলাকার মানুষও।
প্রসঙ্গত বিগত বাম আমলে শিলাবতী নদীর উপর পাথরডাঙ্গায় এই কজওয়ে নির্মাণ করা হয়। ফলে সিমলাপাল এলাকার সঙ্গে জেলা সদর বাঁকুড়া শহরের যোগাযোগের পথ সুগম হয়। কিন্তু ফি বছর বৃষ্টিতে কজওয়েটি নদীর জলে ডুবে যায় এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই বহুদিন ধরেই কজওয়েটি পুনর্নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। সমস্যা সমাধানে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।