সংবাদদাতা,বাঁকুড়াঃ– এবার প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়কের মেয়েকে জেরা করল সিআইডি। প্রসঙ্গত কল্যাণী এইমসে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমেছ রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। সেই তদন্তের সূত্রেই বুধবার দুপুরে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার শহরের কানকাটার বাড়িতে গিয়ে তার মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাবাদ করে সিআইডির একটি দল। সেই দলে দু’জন মহিলা আধিকারিকও ছিলেন। এদিন ২.১৫ থেকে ৩.১৫ পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এই নিয়ে এইমস দুর্নীতি মামলায় তৃতীয় বার বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি।
প্রসঙ্গত, চলতি বছরের ১ এপ্রিল কল্যাণীর এমসে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে যোগ দেন নীলাদ্রিশেখরের মেয়ে মৈত্রী। এরপরই মুর্শিদাবাদের এক চাকরিপ্রার্থী, প্রভাব খাটিয়ে মৈত্রীকে চাকরী দেওয়া হয়েছে বলে পুলিশে অভিযোগ জানান। তার তদন্তভার নেয় সিআইডি। এরপর গত ১৫ জুলাই এবং ১ আগস্ট দুই দফায় সিআইডির তদন্তকারী দল বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখরের বাড়িতে গিয়ে তাঁর মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। সেই জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্যে অসঙ্গতি মেলায় বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।
অন্যদিকে ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।