eaibanglai
Homeএই বাংলায়নতুন সাজে স্বাস্থ্যকেন্দ্র, আরও বেশি পরিষেবা

নতুন সাজে স্বাস্থ্যকেন্দ্র, আরও বেশি পরিষেবা

সংবাদদাতা,আসানসোলঃ– বৃহস্পতিবার আসানসোলের সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হারিসাডি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রটির নতুন ভবনের উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ মহম্মদ ইউনুস খান। ফিতা কেটে নারকেল ফাটিয়ে স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন তিনি। আছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই নতুন ভবনটি তৈরি করা হয়েছে। এদিন থেকেই সমস্ত রোগের প্রাথমিক চিকিৎসার পরিষেবা শুরু হয়েছে আধুনিক ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে। জানা গেছে আগের মতই ওই কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের টিকা করণ সহ যাবতীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে এখন থেকে এই পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষের জন্য চোখ, কান,নাক,সুগার, রক্তচাপ,ক্যান্সার নির্ণয়ের পাশাপাশি মানসিক রোগেরও প্রাথমিক চিকিৎসা করা হবে। সোম থেকে শুক্র প্রতিদিন সকাল সাড়ে ন’টা থেকে বেলা চারটে পর্যন্ত খোলা থাকবে এই স্বাস্থ্য কেন্দ্রটি।

স্বাস্থ্য কেন্দ্রেটির কমিউনিটি হেলথ অফিসারের দায়িত্বে রয়েছেন সুপ্রিয়া দত্ত সহ দুই সহযোগী চিকিৎসক বাণী চ্যাটার্জি ও সংহিতা বোস। সহযোগী চিকিৎসক তথা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সংহিতা বোস এদিন জানান, এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত জলের যোগান, শৌচাগারের ব্যবস্থা, মা ও শিশুদের অপেক্ষা করার জন্য স্থায়ী শেড,গোডাউন ইত্যাদির ব্যবস্থা হওয়ার ফলে চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষ জন যথেষ্ট সুবিধা পাবেন।

অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ মহম্মদ ইউনুস খান এদিন জানান, সারা পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকের সকল পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্র গুলিকে আরও উন্নত করে সমস্ত রোগের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যেসকল ছোট স্বাস্থ্য কেন্দ্র গুলি ছিল সেগুলিতেও আলাদা রুম ও শৌচালয়ের ব্যবস্থা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments