সংবাদদাতা,বাঁকুড়া:- খাতড়া মহকুমা শাসকের অফিসে গেলেই এখন দেখা মিলছে প্রায় ৬ ফুট উচ্চতার একটি স্মার্টফোন। দেখতে একেবারে হুবহু দেখতে স্মার্টফোনের মতোই। স্মার্টফোনের মতোই রয়েছে বিভিন্ন অ্যাপস, ইন্টারনেট। যার পোষাকি নাম ‘ডিজিটাল কিয়স্ক’। মোবাইলের মতো দেখতে হলেও এখান থেকে ফোন করা যাবে না। সাধারণ মানুষকে আরও উন্নত পরিষেবা দিতেই এই ‘ডিজিটাল কিয়স্ক’-এর ব্যবস্থা করা হয়েছে বলে জানান খাতরার মহকুমা শাসক। এদিন তিনি বলেন, “এখন অনেক সরকারি পরিষেবা অনলাইনের মাধ্যমে পাওয়া যায়। অনলাইনে একাধিক সরকারি পরিষেবার জন্য আবেদন করা যায়। হার্ড কপির যুগ আস্তে আস্তে চলে যাচ্ছে। ফলে নথি সংরক্ষণ করে রাখা হচ্ছে এই ডিজিটাল কিয়স্কে। আস্তে অনলাইনের যুগ আসছে। তাই এলাকার মানুষকে আধুনিক ও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই ‘ডিজিটাল কিয়স্ক’-এর ব্যবস্থা করা হয়েছে।” তিনি আরও জানান, “ওই ‘ডিজিটাল কিয়স্ক’-এর মাধ্যমে যে কেউ অনলাইন মাধ্যেমে সরকারি পরিষেবা বিষয়ে ফর্ম ফিলাপ করতে পারবে। নথি আপলোড করতে পারবে। এছাড়াও বাঁকুড়ার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটগুলি আছে, টাচ স্ক্রিনে সেগুলির লিঙ্ক ডিসপ্লে করা থাকে। যাতে সাধারণ মানুষ সহজেই ওই লিঙ্কগুলির মাধ্যমে যে কোনও তথ্য জানতে পারে। সেজন্য দপ্তরের কাউন্টারে কাউন্টারে ঘুরতে হবে না। এর পাশাপাশি জেলা ও মহকুমা প্রশাসনের বিভিন্ন নোটিশও ডিসপ্লে করা থাকে যাতে সহজেই মানুষ তা জানতে পারে।”