সংবাদদাতা,বাঁকুড়াঃ- স্থানীয়দের কাছ থেকে টেবিল ধার করে খোলা আকাশের নিচেই চললো অস্ত্রোপচার। সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাদ দেওয়া হল জরায়ু। যদিও অস্ত্রোপচারের পর স্যালাইন ও ওষুধ দিতেই চাঙ্গা হয়ে উঠল রোগী। ঘটনা বাঁকুড়ার মাচানতলার।
এখানে রোগী এক গর্ভবতী একটি স্ত্রী কুকুর। প্রসঙ্গত বাঁকুড়ার মাচানতলায় বেশ কিছুদিন ধরেই একটি স্ত্রী কুকুরকে অসুস্থ অবস্থায় ঘুরে বেড়াতে দেখছিলেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজর এড়ায়নি স্থানীয় পশু প্রেমী মধুমিতা দাস ও শুভাশিষ তেওয়ারির। কুকুরটিকে দেখেই শুভাশিষ বুঝতে পারেন কুকুরটির পেটে থাকা বাচ্চার মৃত্যু হয়েছে। সেখান থেকেই কুকুরটির শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ছে । এরপর দেরি না করে মধুমিতা খবর দেন পশু চিকিৎসক তাপস বিশ্বাসকে। পাশাপাশি তড়িঘড়ি মাচানতলা এলাকাতেই আশপাশের মানুষের কাছে টেবিল চেয়েচিন্তে খোলা আকাশের নিচে তৈরি করে ফেলা হয় অস্থায়ী অপারেশান থিয়েটার। সেখানে অস্ত্রোপচার করে চিকিৎসকরা কুকুরটির শরীরে থেকে বের করে আনেন মৃত শাবকগুলিকে। সংক্রমণ ছড়িয়ে পড়ায় কেটে বাদ দিতে হয় জরায়ুও। অস্ত্রোপচারের পর কিছুক্ষণ স্যালাইন ও অন্যান্য ইঞ্জেকশান চালাতেই চাঙ্গা হয়ে ওঠে কুকুরটি। এতো তোড়জোড় খাটাখাটনির পর অস্ত্রোপচার সফল হওয়ায় অবশেষে স্বস্তির নিশ্বাস
ফলেন দুই চিকিৎসক, পশুপ্রেমী এমনকি স্থানীয়রাও।