সংবাদদাতা,বাঁকুড়াঃ- অভিযোগ, আবেদন, নিবেদনের পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করেও গ্রামের বেহাল সেতু সংস্কার হয়নি। তাই এবার সেতু সংস্কারের জন্য অভিনব পন্থা নিল বাঁকুড়ার ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের জামথোল গ্রামের মানুষ। ভোট বয়কটের বদলে এবার পঞ্চায়েত নির্বাচনে নিজেরাই প্রার্থী দিলেন নির্দল হিসাবে। শুধু তাই নয়, তাকে জিতিয়ে আনলেন বিনা প্রতিদ্বন্দিতায়।
বাঁকুড়ার জামথোল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ডাংরা নদী। সেই নদী পেরিয়ে শুধু জামথোল নয়, আশাপাশের বেশ কয়েকটি গ্রামে যাতায়াত করা যায়। সেই নদীর উপরে থাকা সেতুই দীর্ঘদিন ধরে বেহাল। সেতু নতুন করে নির্মানের দাবীতে বহুদিন ধরেই সরব গ্রামবাসীরা। নিজেদের দাবীকে সামনে রেখে গত বিধানসভায় জামথোল গ্রামের মানুষ ভোট বয়কট করেছিলেন। তবে এবার আর সে পথে না হেঁটে গ্রামেরই শিক্ষক অভিজিৎ মুর্মুকে নির্দল প্রার্থী হিসাবে মনোনিত করেন তারা। গ্রাম থেকে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ও পেয়ে যান অভিজিৎ মুর্মু।
নির্বাচনে কোনো প্রার্থী না দেওয়া নিয়ে বামেদের দাবী গ্রামবাসীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই ওই গ্রামে প্রার্থী দেননি তারা। অন্যদিকে তৃণমূলের দাবী ওই গ্রাম সংসদে প্রার্থী মিললেও গ্রাম থেকে প্রস্তাবক না মেলায় প্রার্থী দেওয়া যায়নি। পাশাপাশি গ্রামবাসীদের দাবীর যথার্থতাও এককথায় স্বীকার করে নিয়েছে ডান বাম সব দলই।
এদিকে গ্রামবাসীদের আশা এবার নব নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য সেতু সংস্কারে উদ্যোগী হবেন। আর গ্রামের মানুষের সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী জয়ী নির্দল প্রার্থী অভিজিৎ মুর্মু নিজেও।