eaibanglai
Homeএই বাংলায়মনোনয়ন প্রত্যাহারের প্রথম দিনেই আসানসোলে পঞ্চায়েত জয় শাসক দলের

মনোনয়ন প্রত্যাহারের প্রথম দিনেই আসানসোলে পঞ্চায়েত জয় শাসক দলের

সংবাদদাতা, আসানসোলঃ– পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের প্রথম দিনেই বিরোধীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসানসোলের সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী গ্রাম পঞ্চায়েতে জয় পেয়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। ১১টি সংসদের মধ্যে ৬টি সংসদ সহ একটি সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল তৃণমূল কংগ্রেস। ঘটনায় এদিন বিডিও অফিসের বাইরে আবীর খেলে উচ্ছ্বাস প্রকাশ করে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা।

যদিও এই জয় নিয়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। স্থানীয় সিপিএম নেতা রঞ্জন সরকার শাসকদলের এই জয় নিয়ে বলেন, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় গোপাল ফুল দিয়ে স্বাগত জানিয়ে শান্তির বার্তা দিলেও রাতের অন্ধকারে তৃণমূলের গুণ্ডাবাহিনী সিপিএম প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রাণ নাশের হুমকি দিয়েছে, সন্ত্রাস চালিয়েছে। যার জেরে তাদের অনেক প্রার্থীই ভয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।

যদিও বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিং বলেন, বিরোধীরা নিজের ইচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করছে। তার দাবি বিরোধীরা প্রার্থী না পেয়ে অনেককেই কিছু না জানিয়ে কাগজে সই করিয়ে প্রার্থী করেছিল। পরে তারা বিষয়টি জানতে পেরে মনোনয়ন প্রত্যাহার করে নেয়। ভোলা সিং এদিন দাবি করেন যেভাবে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে মনোনয়ন পত্র জমা দেওয়া কাজ হয়েছে ঠিক সেই ভাবেই শান্তিপূর্ণভাবে ভোটদান পর্বও সম্পন্ন হবে।

উল্লেখ্য মনোনয়ন প্রত্যাহারের প্রথম দিনেই বাসুদেবপুর জেমারী গ্রাম পঞ্চায়েতের মোট ২৯ জন বিরোধী প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে। তার মধ্যে ২৬টি সদস্য পদ এবং তিনটি সমিতি পদ থেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments