সংবাদদাতা ,বাঁকুড়াঃ– এবার বুনো হাতির হামলায় জখম হলেন দুই পুলিশ কর্মী। ঘটনাস্থল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আস্থাশোল জঙ্গল। পুলিশ সূত্রে জানা গেছে রোজকারের মতো বৃহস্পতিবার রাতে পেট্রোলিং ডিউটিতে গিয়েছিলেন বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহ ফাঁড়ির তিন পুলিশকর্মী। সেই সময় আচমকাই দল ছুট একটি বুনো হাতি হামলা করে পুলিশ কর্মীদের উপর। স্থানীয়দের সাহায্য়ে জখম দুই পুলিশকর্মীকে উদ্ধার করে তড়িঘড়ি বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।
বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে বর্তমানে যে হাতির দল বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল গুলিতে অবস্থান করছে তাদেরই মধ্যে একটি হস্তি শাবকের মৃত্যু হয়েছে। যার জেরে একটি হস্তিনি আক্রমণাত্বক হয়ে উঠেছে। ওই হস্তিনিটিই পুলিশ কর্মীদের উপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত বাঁকুড়ার জঙ্গল মহলে হাতির তাণ্ডেব ঘটনা নতুন কিছু নয়। বছরভর হাতির তাণ্ডব লেগেই থাকে জঙ্গল মহল লাগোয়া গ্রামগুলিতে। অন্যদিকে এদিনের ঘটনার পর হাতির তাণ্ডবের আতঙ্ক আরও বেড়ে গিয়েছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।





		









                                    