সংবাদদাতা,বাঁকুড়া:- গুরুতর জখম হাতিকে চিকিৎসা করে সুস্থ করে তুলল বনদপ্তর। ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড় জঙ্গলের। প্রসঙ্গত দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে জয়পুর সোনামুখী হয়ে বড়জোড়া জঙ্গলে আস্তানা গেড়েছে ৫০টি বুনো হাতির একটি দল। এর মধ্যে গত দিন দুই আগে থেকে একটি হাতির গতিবিধি অস্বাভাবিক লাগছিল বনদপ্তরের কর্মীদের। এরপরই অসুস্থ হাতিটিকে চিহ্নিত করে তার গতিবিধি লক্ষ করতে থাকে বন কর্মীরা। অবশেষে এদিন বাঁকুড়া উত্তর বনবিভাগের উদ্যোগে বেলিয়াতোড় জঙ্গলের ধাতকা এলাকায় ওই হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করে চিকিৎসা করা হয়। দেখা যায় হাতিটির পেছনের ডান পায়ে গুরুতর ক্ষত রয়েছে ।
বাঁকুড়া জেলার ভেটেনারি অফিসার ডক্টর সঞ্জয় সিট জানান , আশা করা হচ্ছে দ্রুত হাতিটি সুস্থ হয়ে উঠবে এবং প্রধান দলের সঙ্গে মিলিত হতে পারবে । এবিষয়ে কেন্দ্রীয় চক্রের মূখ্য বনপাল এস কুলানডাইভেল জানান, হাতিটি অসুস্থ দেখে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি নিয়ে আজ তাকে ট্রাকুলাইজ করে চিকিৎসা করা হলো । অন্যদিকে বনদপ্তরের এই তৎপরতার প্রশংসা করেছে পশুপ্রেমী সাধারণ মানুষ।