শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ– বাংলার ফসল বীমা থেকে বঞ্চিত চাষীদের পাওনা টাকার দাবি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে শুক্রবার ছাতনা ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি গণডেপুটেশন দেওয়া হয়। এই দাবি দাওয়া গুলির মধ্যে রয়েছে ছাতনা ব্লকের সমস্ত খরা পীড়িত বঞ্চিত চাষীদের অবিলম্বে বাংলা শস্যবীমা স্কিমের অন্তর্ভু্ক্ত করার ব্যবস্থা করতে হবে, জমি বেশি থাকা সত্ত্বেও যে সমস্ত চাষিরা নায্য টাকা পায়নি তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, খরা পীড়িত চাষীদের জন্য সরিষা বীজের ব্যবস্থা করতে হবে প্রমুখ।
এদিনের গণডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল, ছাতনা ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকর চক্রবর্তী।











