eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার লুকিয়ে থাকা শৈব ক্ষেত্র

বাঁকুড়ার লুকিয়ে থাকা শৈব ক্ষেত্র

সংবাদদাতা,বাঁকুড়া:- প্রাগৈতিহাসিক মল্লভূমি বাঁকুড়ার ছাতনা। এই ছাতনার আনাচে কানাচে লুকিয়ে আছে মল্ল রাজাদের ইতিহাস এবং শিবের আরাধনার ক্ষেত্র। তবে শুধুমাত্র ছাতনা নয়, সমগ্র বাঁকুড়া জেলা জুড়েই দেখা যায় বিভিন্ন শৈব ক্ষেত্র। সেই রকমই এক শৈব ক্ষেত্র লুকিয়ে রয়েছে শুশুনিয়া পাহাড়ের ঠিক পিছনের দিকে জঙ্গলের মধ্যে। জঙ্গল ঘেরা এই এলাকা আসলে একটি প্রাগৈতিহাসিক স্থান। যেখানে রয়েছে রাজা চন্দ্রবর্মনের সুপ্রাচীন শিলালিপি। যে শিলালিপিতে খোদাই করা রয়েছে ইতিহাস। আর পাহাড় ও জঙ্গল ঘেরা দুর্গম এই স্থলে যাওয়ার পথেই পড়ে একটি জলধারা, যার নাম জমধারা। ঠিক তার পাশেই রয়েছে লুকিয়ে থাকা শৈবক্ষেত্রটি। তবে সারা বছর লোক চক্ষুর আড়ালে থাকলেও শ্রাবণ মাসে দূর দরান্ত থেকে বহু ভক্ত জঙ্গলের দুর্গম পথ পেরিয়ে এখানে আসেন বাবার টানে তাঁর মাথায় জল ঢালতে। যা আধ্যাত্বিক ভারতের এক অপূর্ব বার্তা বহন করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments