সংবাদদাতা,বাঁকুড়া:– গত কয়েকদিনে একটি হনুমানের আক্রমণে নাজেহাল অবস্থা বাঁকুড়ার সোনামুখী শহর লগোয়া গনগনিডাঙ্গা এলাকার মানুষের। হনুমানের আক্রমণে জখম হয়েছেন এলাকার প্রায় কুড়ি থেকে পঁচিশ জন। আক্রান্ত হয়েছেন এক বনকর্মীও। হনুমানটিকে ধরার ব্যাপারে বন দফতরের উদ্যোগের দাবীতে অবশেষে পথে নামলেন এলাকাবাসী।
প্রসঙ্গত সোনামুখী শহরে বেশ কিছু হনুমানের আনাগোনা চোখে পড়লেও গনগনিডাঙ্গা এলাকায় এতদিন সেভাবে হনুমানের উৎপাত চোখে পড়েনি স্থানীয়দের। কিন্তু সপ্তাহ খানেক আগে থেকে আচমকাই একটি হনুমানটি আক্রমণ করতে শুরু করে স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা, গৃহবধূ থেকে শুরু করে পথচলতি মানুষ এমনকি বনকর্মীকেও বাদরটির আক্রমণের শিকার হতে হয় । স্থানীয়দের দাবী হনুমানের নখের আঁচড় ও কামড়ে আহত হয়েছেন এক বন কর্মী সহ এলাকার কুড়ি থেকে পঁচিশ জন বাসিন্দা। হনুমানের আতঙ্কে স্থানীয় একটি হিমঘরে কাজ বন্ধ হয়ে গেছে। বন দফতরে বিষয়টি জানানো হলেও বনদফতর সেভাবে উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন গনগনিডাঙ্গা এলাকার মানুষ। বাঁশ দিয়ে সোনামুখী বর্ধমান রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় দেড় ঘন্টা ধরে অবরোধ চলার পর সোনামুখী থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছে বাদরটিকে ধরার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
অন্যদিকে অবরোধ ওঠার পর হনুমানটিকে পাকড়াও করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে বন দফতর। জাল ও খাঁচা নিয়ে এলাকায় অভিযান চালাচ্ছেন বন কর্মীরা।