সংবাদদাতা,বাঁকুড়াঃ- পরিত্যক্ত পুকুরের পাড় থেকে মানুষের হাড়গোড় কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত বড়বাইদ এলাকার ।
স্থানীয়রা জানান এদিন সকালে হঠাৎ করেই স্থানীয় একটি পরিত্যক্ত পুকুরের পাড়ে মানুষের হাড়গোড় পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই হাড়গোর উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে ওই হাড়গোরের পাশে পড়ে থাকা পোশাক দেখে মেজিয়া থানা এলাকার রানীপুর গ্রামের বাসিন্দা আনন্দ ভুঁই সেটি তার বাবার বলে জানান। তার থেকেই পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া হাড়গোড় আনন্দবাবুর বাবা মহাদেব ভুঁই-এর।
জানা গেছে ২০২১ সালের অক্টোবর মাস থেকে নিখোঁজ হয়ে যান মহাদেব ভুঁই। সেই সময় মেজিয়া থানায় নিখোঁজের একটি অভিযোগও দায়ের করা হয়েছিল। প্রায় দুবছর নিখোঁজ থাকার পর ওই ব্যক্তির হাড়গোড় উদ্ধার নিয়ে রহস্য দানা বেঁধেছে স্থানীয়দের মধ্যে। কি করে হঠাৎ করে ওই নিখোঁজ ব্যক্তির হাড়গোড় গ্রামে পৌঁছল, কে বা কারা ওইগুলি পরিত্যক্তি পুকুর পাড়ে রেখে গেল ? এরকম নানা প্রশ্ন ঘোরাফেরা করছে স্থানীয়দের মধ্যে। অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।