eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও তথ্য কেন্দ্রের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী...

দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও তথ্য কেন্দ্রের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী পালন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও দুর্গাপুর তথ্য কেন্দ্র যৌথ উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী ‘নজরুল জন্মজয়ন্তী ২০২৩’ পালন করল শুক্রবার। এদিন দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী প্রদীপ মজুমদার, মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অনিরুদ্ধ রায় চৌধুরী, দুর্গাপুর মহকুমা দপ্তরের আধিকারিক বৃন্দ সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্প ও মাল্যদান করে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথি বর্গ। এরপর একে একে কবি নজরুল ইসলামের গান কবিতা নাটক ইত্যাদি পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠী। অনুষ্ঠান জুড়ে সুরে গানে কবিতায় কবিকে স্মরণ করা হয় এবং তাঁরই সৃষ্টির মধ্যে দিয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শিল্পীদের পরিবেশিত গান কবিতা নাটকে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় সমগ্র অনুষ্ঠান জুড়ে। সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত দর্শকরাও। এদিনের অনুষ্ঠানে শহরেরে বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি অংশ নিয়েছিল একাধিক শিল্প গোষ্ঠীও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments