সংবাদদাতা,বাঁকুড়াঃ- আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ও অবাধ শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়ার সম্পূর্ণ করতে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শনিবার কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয় বাঁকুড়ার ইন্দাসে । এদিন কেন্দ্রীয় বাহিনীর দল দুটি ভাগে ভাগ হয় ইন্দাসে থানা এলাকায় দুটি স্থানে রুটি মার্চ করে ।
উল্লেখ্য শুক্রবার বাঁকুড়ায় ১ কোম্পানী সি আর পি এফ বাহিনী পৌঁছয় এবং বাঁকুড়া সদর থানা সহ বেশ কিছু এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । ওই বাহিনী শনিবার বিকেলে ইন্দাসের বিভিন্ন প্রান্তে রুট মার্চ করে। পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
অন্যদিকে এই রুটমার্চ প্রসঙ্গে বলতে গিয়ে স্থানীয়রা বলেন, মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী এলে আরো ভালো হতো। হিংসার ঘটনা ঘটতো না। তবে এখন কেন্দ্রীয় বাহিনী এসে যাওয়ায় এবার সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে বলেই আশা তাদের।