eaibanglai
Homeএই বাংলায়চিকিৎসকের নির্দেশ সত্ত্বেও রোগীকে ভর্তি না নিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

চিকিৎসকের নির্দেশ সত্ত্বেও রোগীকে ভর্তি না নিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ– চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলেও রোগীকে ভর্তি নিয়ে উল্টে রোগীর পরিজনদের সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ হাসপাতালের কর্তব্যরত নার্সের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোগড়া গ্রামীণ হাসপাতালে।

জানা গেছে শুক্রবার রাতে প্রবল জ্বর আসে বাঁকুড়ার কোতুলপুর থানার ক্ষিরি কাঁটাবনি গ্রামের ছাত্রী সালমা চৌধুরীর। সঙ্গে হাত পায়ে কাঁপুনি শুরু হয়। এরপরই শনিবার সকালে গোগড়া গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য সালমাকে নিয়ে যায় পরিবারের লোকজন। চিকিৎসক দেখে সালমাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। অভিযোগ সালমাকে নিয়ে পরিবারের লোকজন হাসপাতালের ইনডোরে ভর্তি করতে নিয়ে গেলে রোগীকে ভর্তি না করে তাড়িয়ে দেন কর্তব্যরত এক নার্স। পাশাপাশি রোগীর পরিজনের সঙ্গে চুড়ান্ত দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। এরপরই হাসপাতালের মধ্যেই প্রবল বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। অভিযুক্ত নার্সের শাস্তির দাবীতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় কোতুলপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গোটা ঘটনা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments