সংবাদদাতা,বাঁকুড়া:- বর্তমান সময়ে একদিকে যখন মেয়েরা আর ঘরে বন্দি নয়, বরং বাইরে বেরিয়ে পড়াশুনা করে শিক্ষিত হওয়ায়র পাশাপাশি বিভিন্ন পেশাতে যোগ দিচ্ছে। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, রোজগার করে স্বনির্ভর হচ্ছে। অন্যদিকে তখন বাইরে বেরিয়ে বহু ক্ষেত্রে পুরুষের আক্রমণের শিকার হতে হচ্ছে, বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির মুখো মুখি হতে হচ্ছে তাদের। তাই এই সময়ে দাঁড়িয়ে মেয়ার যখন বাইরে বেরিয়ে নিজেদের ক্ষেত্র প্রসারিত করছে তখন নিজেকে আত্মরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষা ও বিভিন্ন প্রশিক্ষনের পাশাপাশি আত্মরক্ষার কৌশলও মেয়েদের আরও আত্মবিশাসী করে তুলবে বলে মনে করছেন বাঁকুড়ার খাতড়া মহকুমার ভারত সেবাশ্রম সংঘের আশ্রম কর্তৃপক্ষ। তাই মেয়েদের আত্মরক্ষার কলা কৌশল শিখিয়ে আত্মবিশ্বাসী করতে এগিয়ে এসেছেন তারা। খাতড়া মহকুমা এলাকার মেয়েদের নিয়ে একটি ক্যারাট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে সংঘ। যেখানে এলাকার মেয়েদের খালি হাতে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এলাকার প্রায় কুড়ি জন মেয়ে ওই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছে বলে জানিয়েছেন আশ্রমের অধ্যক্ষ স্বামী জিতেন্দ্রিয়ানন্দজী। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলেই আশা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে প্রশিক্ষক সেনসি অমিত করমোদক জানান ক্যারাটের বিভিন্ন কলাকৌশল শেখানোর পাশাপাশি শরীর গঠনের জন্য বিভিন্ন ব্যায়াম শেখানো হচ্ছে মেয়েদের। এই প্রশিক্ষণ নেওয়ার পর মেয়েরা আরও বেশি আত্মবিশ্বাসী হবে বলে আশাবাদী তিনিও। ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি শারীর চর্চা করে শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠার জন্য আশ্রম কর্তৃপক্ষ স্থানীয় মেয়েদের জন্য যোগা প্রশিক্ষণ ও মাল্টি জিমের ব্যবস্থাও করেছে।