সংবাদদাতা,বাঁকুড়াঃ– গ্রামের নলকূপ থেকে ছড়াচ্ছে জন্ডিস। গত আড়াই মাসে আক্রান্তের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। সবমিলিয়ে জন্ডিসের আতঙ্কে তটস্থ বাঁকুড়ার তালডাংরা ব্লকের সাতমৌলি গ্রাম। অন্যদিকে নলকূপের জল থেকেই জন্ডিস ছড়াচ্ছে প্রমাণ মিলতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর।
প্রসঙ্গত বর্ষায় বাঁকুড়া জেলা জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্তের মাঝেই জন্ডিস নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। তালডাংরা ব্লকের সাতমৌলি গ্রামে ব্যাপক আকার নিচ্ছে জন্ডিস। দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রথমে জ্বর পরে বমি ও পেটে ব্যাথার উপসর্গ দেখা দিচ্ছে। পরীক্ষা করলেই ধরা পড়ছে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস। বিষয়টি জানার পরই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর ও প্রশাসন। স্বাস্থ্য দফতরের তরফে এলাকার নলকূপগুলি থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি নলকূপের জলে জন্ডিসের জীবানুর নমুনা মিলেছে। আপাতত ওই নলকূপগুলির জল শোধন করার জন্য ব্লিচিং দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামবাসীদের জল ভালো করে ফুটিয়ে পান করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামবাসীদের দাবী স্বাস্থ্য দফতরের সমস্ত পরামর্শ মেনে চললেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না জন্ডিস। কে কখন জন্ডিসে আক্রান্ত হবে সেই আতঙ্কেই আপাতত রাতের ঘুম উড়েছে তাদের।
অন্যদিকে স্বাস্থ্য দফতরের দাবী আক্রান্তদের একটা বড় অংশ সুস্থ হয়ে গেছে। আপাতত ২৯ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে কয়েক জনের শারিরীক অবস্থা তুলনায় খারাপ থাকায় তাদের হাসপাতালে রেখে চিকিৎসা চালানো হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবী স্বাস্থ্য দফতরের।




