eaibanglai
Homeএই বাংলায়প্রকাশ্য দিবালোকে রমরমিয়ে অবৈধ বালি কারবারের অভিযোগ

প্রকাশ্য দিবালোকে রমরমিয়ে অবৈধ বালি কারবারের অভিযোগ

সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্যে যখন অবৈধ বালি, কয়লা, গরু পাচার নিয়ে চলছে রাজনৈতিক টানাপোরেন, অভিযোগ উঠছে শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে, চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তও ঠিক তখন দিনের আলোয় প্রকাশ্যে বালি পাচারের ছবিও উঠে আসছে। এই ছবি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার অন্তর্গত শাকতোড়িয়া ফাঁড়ির ডিসেরগড়ের। অভিযোগ এলাকার একাধিক নদীঘাট থেকে দিনের আলোয় রমরমিয়ে অবৈধ ভাবে বালি পাচার চলছে। প্রকাশ্যেই ট্রাক্টর ট্রলিতে বালি লোড হচ্ছে।

প্রসঙ্গত সরাকরি নির্দেশ অনুযায়ী বর্ষার সময় বৈধ বালি ঘাট গুলি থেকেও বালি তোলা নিষিদ্ধ থাকে। অভিযোগ সেই নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও নদী ঘাট গুলি থেকে অনবরত বালি তোলা হচ্ছে ও দিনের আলোয় তা পাচার করা হচ্ছে। এমনকি অবৈধ বালিঘাট থেকেও বালি পাচার চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

অন্যদিকে প্রকাশ্যে এভাবে বালি পাচারের ঘটনায় প্রশানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রকাশ্যে দিনের আলোয় কীভাবে বালি মফিয়ারা এতো সক্রিয় ? তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি কার বা কাদের মদতে এই অবৈধ বালি পাচার চলছে, প্রশাসনই বা কেন নীরব দর্শকের ভূমিকায় এই সব প্রশ্নও ঘোরাফেরা করছে স্থানীয়দের মধ্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments