সংবাদদাতা,বাঁকুড়া:- মাথার উপর ঘুরছে সিলিং ফ্যান, আর হাতে হ্যারিক্যান নিয়ে বাঁশের উপর ঠায় বসে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পিছনে সাদা ক্গজের উপর লাল কালিতে পোষ্টার, তাতে লেখা ‘পার্থর হাতে হ্যারিকেন…’। অনেকেই ক্যামেরাবন্দি করছেন সেই ছবি। বাঁকুড়ার সোনামুখীর রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে গেলে দেখা মিলবে এমন দৃশ্য। উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণ ঝুলন উৎসব কমিটি।
প্রলঙ্গত শিক্ষাক্ষেত্রে নিয়োগে দূর্ণীতির অভিযোগে এই মুহূর্তে জেল হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তারই ডামি (জীবন্ত পুতুল) দেখতে সোনামুখীর রামচন্দ্রপুর গ্রামে ভীড় করছেন অসংখ্য মানুষ।
ঘটনা প্রসঙ্গে রাধাকৃষ্ণ ঝুলন উৎসব কমিটির পক্ষে দেবাশীষ বৈদ্য জানান, কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গী দিয়ে নয়। সমাজের উপরতলার মানুষ কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই বিষয়টিই তুলে ধরতে চেয়েছেন তারা।
অন্যদিকে এদিন ঝুলন উৎসবে হাজির হয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন, “উনি এখন সমাজে ‘ঘৃণার পাত্র’। যুব সমাজের মেরুদণ্ড ভেঙ্গে উনি ‘পঙ্গু’ করে দিয়েছেন। আর এই ঝুলন মেলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে যেভাবে দেখানো হয়েছে তা সাধারণ মানুষের রাগের বহিঃপ্রকাশ।”