সংবাদদাতা,বাঁকুড়াঃ- বজ্রাঘাতের কবলে পড়ে প্রাণ গেল এক শিশু সহ দুজনের । ঘটনা বাঁকুড়ার রায়পুর থানার সোনাগাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। মৃত দুজনের নাম মারাং বুরু টুডু । বয়স সাত বছর । এবং সুশান্ত সিংহ মহাপাত্র । বয়স ২৭ বছর । দুজনেরই বাড়ি সোনারগাড়া গ্রামে ।
প্রসঙ্গত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের দরুণ গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। সেই মতো বাঁকুড়া জেলাতেও চলছিল বৃষ্টি, তার সঙ্গে বজ্রপাত। এদিন বেলা তিনটে নাগাদ সোনাগাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি জমিতে ট্রাক্টরের মাধ্যমে ক্ষেতে হাল দেওয়ার কাজ চলছিল। সেই সময় মারাং বুরু টুডু ও সুশান্ত সিংহ মহাপাত্র জমির ধারে ছাতা মাথায় দিয়ে বসে চাষের কাজ দেখছিল । সেই সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে রায়পুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।