eaibanglai
Homeএই বাংলায়নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বেড়ে ভেসে গেল সেতু

নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বেড়ে ভেসে গেল সেতু

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে প্রকাশ ঘাটে দারকেশ্বর নদের উপর বাঁশের সেতু জলের তোড়ে ভেঙে পড়ল। ফলে বিষ্ণুপুর থেকে পাত্রসায়ের যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ওই সময় সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়ায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গতকাল সকাল থেকেই বাঁকুড়া জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দিনভর দফায় দফায় হালকা বৃষ্টি হলেও সন্ধ্যের পর কয়েক দফায় ভারী বৃষ্টি হয় জেলায়। আর তার জেরেই জলস্তর বাড়তে শুরু করে দারকেশ্বর নদে। আর নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় দারকেশ্বর নদের উপর বিষ্ণুপুর থেকে পাত্রসায়ের যাওয়ার প্রকাশ ঘাটের বাঁশের সেতুর একাংশ জলের তলায় চলে যায়। পরে জলের তোড় সেতুর ওই অংশ ভেসে যায়।

এদিন সকালেই নদীর জলে সেতু ডুবে যাওয়ায় ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেন স্থানীয়রা। তাই জলের তোড়ে সেতু ভেসে গেলেও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এলাকাবাসীদের অভিযোগ প্রতিবছরই বর্ষার সময় প্রকাশ ঘাটের অস্থায়ী বাঁশের সেতু ভাসিয়ে নিয়ে যায় দারকেশ্বরের জল। সমস্যা সমাধানে একটি স্থায়ী সেতুর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments