eaibanglai
Homeএই বাংলায়নেতাজীর জন্মজয়ন্তীতে ঐতিহ্যবাহী পাঁচ মাইল দৌড় প্রতিযোগীতা

নেতাজীর জন্মজয়ন্তীতে ঐতিহ্যবাহী পাঁচ মাইল দৌড় প্রতিযোগীতা

সংবাদদাতা,বাঁকুড়াঃ– নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষ্যে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে পাঁচ মাইল দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হল সোমবার। প্রায় দীর্ঘ ৪০ বছর ধরে প্রতি বছর নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষ্যে পালিত হয় এই দৌড় প্রতিযোগীতা। প্রতিবছরের মতো এবারও বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার নেতাজী মূর্তির পাদদেশ থেকে এদিনের প্রতিযোগীতার সূচনা হয়। এবছর এই দৌড় প্রতিযোগীতায় ৮৪ জন প্রতিযোগী অংশ নেন। এঁদের মধ্যে পুরুলিয়ার পরীক্ষিৎ মাহাতো প্রথম, পশ্চিম মেদিনীপুর, শালবনির অমিয়দেব সিংহ দ্বিতীয় ও বাঁকুড়ার রতনপুরের সুন্দর বাউরী তৃতীয় স্থান অধিকার করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের যথাক্রমে তিন হাজার, আড়াই হাজার ও দুই হাজার টাকা আর্থিক পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সকলকেই শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments